OCS Academy




Before ISSB

অনেক টপ ক্লাস স্কুল কলেজ ছাড়া গ্রীন কার্ড দেওয়া হয় না। সমস্যাটা  কোথায় হয় গ্রামের স্কুল কলেজে স্টুডেন্টদের মধ্যে অফিসার হওয়ার মতো পার্সোনালিটি ডেভলপ হয় না দেখে নাকি যাদের হয় তাদের ঠিকই নিয়ে ফেলে ?

অফিসার লাইক কোয়ালিটিস যে কারও মধ্যে থাকতে পারে সে গ্রামের কলেজ থেকে হোক কিংবা শহরের স্বনামধন্য কলেজের। আইএসএসবি ক্যান্ডিডেটের আচরণ, ব্যক্তিত্ব, চিন্তাধারা, আইডিওলজি, বুদ্ধিমত্তা, ভাষাগত দক্ষতা, নেতৃত্ব দেওয়ার গুণাবলিকে প্রাধান্য দিয়ে থাকে। কখনোই তার ব্যাকগ্রাউন্ডকে নয়

আইএসএসবি ক্যান্ডিডেটকে তার পারফরমেন্স দ্বারা বিচার বিশ্লেষণ করে থাকে তার পরিচয় দ্বারা নয়।

কোচিং তো অনেকেই করে,  আইএসএসবি তাদেরকেও গ্রীন কার্ড দিয়ে থাকে। তাহলে কোচিং করার উদ্দেশ্য কী ? আইএসএসবি কি চায় ? আইএসএসবি আবার কোচিং না করতে নিরুৎসাহিত করে কেনো ?

কোচিং করাটা ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার। কোচিং করেও গ্রীন কার্ড পেয়ে থাকে ; কোচিং না করেও গ্রীন কার্ড পেয়ে থাকে। কোচিং মূলত একজন ক্যান্ডিডেটকে প্র্যাকটিস করার ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ দিয়ে থাকে। কোনও কোচিং ১০০% প্রোপার গাইডলাইন  দিতে পারে না। আইএসএসবি এমন একজন ক্যান্ডিডেটকে চায় যার মধ্যে পটেনশিয়াল লিডারশিপ গুণাবলি নিহিত রয়েছে। যে ছেলে/মেয়ের মধ্যে পটেনশিয়াল লিডারশিপ গুণাবলি নিহিত রয়েছে সে কোচিং করেও গ্রীন কার্ড পায় কিংবা না করেও পেয়ে থাকে। আর এই গুণাবলীগুলো কেউ কেউ জন্মগত বা পরিবার কিংবা পারিপার্শ্বিক পরিবেশ কতৃক পেয়ে থাকে। আবার কেউবা নিজেকে মডিফাই করে থাকে। লিডারশিপ গুণাবলি আমরা কখনোই অপরকে অনুসরণ করে আয়ত্ত করতে পারবো না সে যতই গ্রীন কার্ড হোল্ডার বা উচ্চ পদস্থ অফিসার হোক না কেন। আমরা নিজেকে আত্নশুদ্ধি ও মডিফাই করে তা অর্জন করতে পারি। 

আইএসএসবি কোচিং করা থেকে বিরত থাকতে বলে কারণ অনেকসময় খুব কোয়ালিফাইড, সুপ্ত প্রতিভা ও লিডারশিপ গুণাবলির ধারককৃত ক্যান্ডিডেটরা ভুল গাইডলাইন দ্বারা নিজের স্বকীয়তা বজায় রাখতে পারে না। আবার কেউবা নিজের স্বকীয়তা গোপন করে  আর্টিফিশিয়াল ক্যারেক্টার তৈরি করে অফিসার হওয়ার  ব্যর্থ প্রচেষ্টা অব্যাহত রাখে অর্থাৎ নিজের স্বকীয় সত্তাকে লুকিয়ে ফেলে যা নিজেকে মিসগাইড করার মত বলে বিবেচনা করা হয়।

কোচিং করলে আইএসএসবিতে প্রকাশ করা উচিত? কি কি এসপেক্ট শেয়ার করবো ?

অফিসারের ছেলে হলে এমনি নিয়ে ফেলে এতো কিছু দেখে না ?

ডিপি/জিটিও কি ডাইনিং রুমে বসে থাকে?

নামাজের সময় মসজিদে ডিপি স্যারকে দেখা যায়?

ডিপি/জিটিওদের দেখলে সালাম দিবো নামাজের সময়?

আইএসএসবিতে নাকি গোপন ক্যামেরাও দ্বারা পর্যবেক্ষণ করা হয়?

ডরমিটরিতেও কি গোপন সাউন্ড সিস্টেম লাগানো থাকে যা দিয়ে আমাকে মনিটর করে?

চামচ দিয়ে খাওয়া কি বাধ্যতামূলক?

আমার আগের কিছু এচিভমেন্টের সার্টিফিকেট আইএসএসবি দেখবে না?

ধূমপান করে অথচ আইএসএসবি তে স্বীকার করেও গ্রীন কার্ড পেয়েছে। তাহলে আইএসএসবি কি ধূমপান করাটাকে নেতিবাচকভাবে দেখে না?

কিছু ক্যান্ডিডেটের খারাপ উদ্দেশ্য থাকা সত্ত্বেও তারা গ্রীন কার্ড পায় কিভাবে?

আমার সব টেস্ট ভালো হয়েছে এমনকি ডিপি ভাইভাও তবুও আমি রেড কার্ড পেয়েছি কেন?

আমার গ্রুপমেট সব টেস্টেই তেমন ভালো পারফরম্যান্স করতে পারেনি। সবকিছুতেই সে দুর্বল ছিল। কিন্তু তাও সে গ্রীন কার্ড পেয়েছে কিভাবে?

যাদের ভাষাগত দক্ষতা থাকে যেমন ফ্রেঞ্চ , জার্মান ইত্যাদি তাদের অধিকাংশকেই দেখি গ্রীন কার্ড পেয়ে থাকে। তাহলে কি ভাষা শিখা প্লাস পয়েন্ট?

ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ম্যাটার করে? আইএসএসবি কেমন চায় আমাদের থেকে ?

গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমার ফ্যামিলির সাথে পরিচিত না থাকলে কি আমি গ্রীন কার্ড পাবো না?

আমার বডি ফিটনেস পাতলা  তবে রিকুয়েরমেন্টসে পড়ি , আমি কি গ্রীন কার্ড পাবো?